নিউজডেস্কঃ ইসলামপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিচালনায় বিজ্ঞান অভিযান কর্মসূচিকে সামনে রেখে শুরু হয়েছে বিজ্ঞান জাঠা। ফেব্রুয়ারীর ৪ ও ৫ তারিখ ইসলামপুরের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালিত হবে।
❝বিজ্ঞান,যুক্তিবাদ,মানবতা সবার দেশ আমাদের দেশ ❞ এই স্লোগান কে সামনে রেখে গ্রামে গঞ্জে পথ নাটক ও কুসংস্কার বিরোধী কর্মসূচি পালন করে । আজকের যাত্রা পথ দাড়িভিটা,জগতাগাঁও,রামগঞ্জ,ও শ্রীকৃষ্ণপুর।
বিজ্ঞান জাঠা ২০২৩
আজ দাড়িভিটা,জগতগাঁও,রামগঞ্জ ও শ্রীকৃষ্ণপুর এলাকায় পথ নাটিকা, গান, বক্তব্যের মাধ্যমে মানুষকে বিজ্ঞান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। কুসংস্কার নয় বরং বিজ্ঞান দিয়ে সব কিছু বোঝার কথা বলা হয়।
বিজ্ঞান কিসের জন্য
প্ল্যাকার্ডে লেখা, মানুষের জন্য বিজ্ঞান। সমাজের জন্য বিজ্ঞান, কৃষকের জন্য বিজ্ঞান,স্বাস্থ্যের জন্য বিজ্ঞান, পুষ্টির জন্য বিজ্ঞান, সাম্যের জন্য বিজ্ঞান। বিজ্ঞান মঞ্চের এই বিজ্ঞান অভিযানে অনুষ্ঠিত পথ নাটিকা দেখতে মানুষের ঢল নেমেছিল বিভিন্ন স্থানে।