নিউজডেস্কঃ বেশ কয়েকবছর থেকেই স্টেশন বাজার নিজের পরিচয় তুলে ধরেছে রায়গঞ্জবাসীর কাছে। খুব সকালে যখন কি না কোনো বাজারই বসে না শহরে একমাত্র এই বাজারে গেলেই আপনি আপনার প্রয়োজন মতো বাজার করে আরামে চলে আসতে পারেন। সকাল থেকে দুপুর রাস্তার দুধার দিয়ে মাছ, সবজি, মাংস, ফলমূলের পসার সাজিয়ে বসে ব্যবসায়ীরা। যার ফলে ব্যস্ত এই রাস্তার একদিক প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বাজারের কারনে ২নং প্ল্যাটফর্মের পথ অবরুদ্ধ
সপ্তাহের ৭ দিন নিয়মিত বসে আসছে এই বাজার। এখানে প্রায় দুই-শতাধিক ব্যবসায়ী এখানে তাদের দোকান নিয়ে বসে। সকাল সকাল বাজার পাওয়া যায় বলে প্রচুর ক্রেতা রয়েছে এই বাজারে। অন্যদিকে
স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে চলাচলের প্রধান রাস্তা আটকে এই বাজার বসায় সমস্যায় পরে বাইক,সাইকেল ও ছোটো গাড়ির চালকরা । স্থানীয়দের অভিযোগও রয়েছে এই যানযট নিয়ে।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রশাসন, পুরসভা, পুলিশ ও ব্যবসায়ী সমিতির সম্মিলিত সিদ্ধান্তে শনিবার থেকে রেল বাজার পুরোপুরিভাবে তুলে দেওয়া হবে। আর কোনো ভাবেই স্টেশন রোডে কোনও বাজার বসতে দেওয়া হবে না। অন্যদিকে বিষয়টি জানা নেই বলেই জানিয়েছেন ওই বাজারের ক্রেতা ও বিক্রেতারা।
রায়গঞ্জবাসীর আরো দাবি
রায়গঞ্জ শহরে যানজট নিত্য দিনের সমস্যা হয়ে ওঠায় একদিকে এই বাজারটি সরিয়ে দেবার যেমন দাবি উঠছিল তেমনি শহরের প্রান কেন্দ্রে পাবলিক বাসস্ট্যান্ডকে সরিয়ে অন্যত্র নিয়ে যাবার দাবিও রয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দিনে পাবলিক বাসস্ট্যান্ড স্থান পরিবর্তন করে বা অন্য পথে যানজট নিবারন করে।