ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী মালদা সফরে থাকাকালীন হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য ভবনের উচ্চ পদস্থ আধিকারিক। আজ মঙ্গলবার মালদার গাজলে মুখ্যমন্ত্রী সভা মঞ্চে থাকাকালীন চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেন তিনি। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপারদের সাথে নিয়ে হাসপাতালের জরুরী বিভাগ,মহিলা পুরুষ বিভাগ সহ নবজাতক বিভাগ ঘুরে দেখেন আধিকারিক কৌশিক ভট্টাচার্য।
পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি
হাসপাতাল পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বাস্থ্য ভবনের উচ্চ পদস্থ আধিকারিক কৌশিক ভট্টাচার্য্য বলেন,হাসপাতালের অধিকাংশ পরিষেবা স্বাভাবিক থাকলেও পরিস্কার পরিচ্ছন্নতা খানিকটা দুর্বলতা রয়েছে।বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
পরিষেবা সচল রাখতে আনা হবে টেকনিশিয়ান
পাশাপাশি হাসপাতালে চিকিৎসকরা যাতে বেশি সময় ধরে ব্যয় করেন সেই নির্দেশ দেওয়া হয়েছে।তবে ইসিজি পরিষেবা থাকলেও ইউএসজি এবং সিটি স্ক্যান পরিষেবা যাতে চালু হয়,সেগুলির জন্য মেডিক্যাল টেকনিশিয়ান আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।