কর ফাঁকি দিয়ে পাচার হচ্ছিল সিকিমের মদ। কিন্তু মিরিকে পৌঁছানোর আগেই থারবো চা বাগানের কাছ থেকে বাজেয়াপ্ত করা হল। পলাতক গাড়ির চালক।
বাজারমূল্য পাঁচ লক্ষাধিক
গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার মাঝরাতে আবগারি দপ্তরের তরফে মিরিকের রাস্তায় আধিকারিকদের মোতায়েন করা ছিল। সেইসময় তাঁরা একটি ছোট গাড়িকে আটক করেন। সেখান থেকে ১৫৫ কার্টন মদ বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ২৫ হাজার টাকা।
পলাতক গাড়ির চালক
কর ফাঁকি দিয়েই ওই বিপুল পরিমাণ মদ সিকিমের মাজিটার থেকে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। ওই মদ সিকিম থেকে মিরিকে পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পর গাড়িটিকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকেই পলাতক গাড়ির চালক। ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি আবগারি দপ্তরের আধিকারিকরা।