সামান্য অসতর্কতায় পুড়ে ছাই হয়ে গেল ২৫ বিঘা জমিতে ঘাম ঝরানো মেহনতের ফসল।অল্পের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল গোটা গ্রাম।

উত্তর দিনাজপুরের ঘটনা

রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত আলতাপুর ১নং গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্ৰামে খড়ের গাদার আগুনে লাগার ঘটনায় ছড়ায় উত্তেজনা। স্থানীয় সূত্রের খবর, খড়ের গাদায় আগুন লেগে পুড়ে ভস্মীভূত হয়ে যায় তা।

একটি ফায়ার ইঞ্জিন এসে আগুন নেভায়

আগুন লাগার খবর পেয়ে গ্ৰামবাসিরা ছুটে আসেন। আগুন নেভানোর চেষ্টা করেন।আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। ডালখোলা থেকে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ।

২৫ বিঘা জমির খড় পুড়ে গেল

গ্ৰাম বাসিরা বলেন ২৫ বিঘা জমির খড় আগুনে পুড়ে যায়। কিভাবে আগুন লাগলো সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলতে না পারলেও গ্রামবাসীদের ধারনা খড়ের গাদায় পাশে আগুন ছিলো সেখান থেকেই আগুন লাগে। গ্রামবাসীরা ডালখোলা থেকে ফায়ার ইঞ্জিন আসতে ৫০ মিনিট সময় লাগে। তাঁদের আক্ষেপ, কাছাকাছি ফায়ার স্টেশন থাকলে হয়তো তাদের ফসল বেঁচে যেত।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *