এসোসিয়েশনের সদস্যদের উপর পানিশালা  টোল‌প্লাজা কর্মীদের হামলার প্রতিবাদে আজ যাত্রী পরিষেবা বন্ধ রাখলো উত্তর দিনাজপুর পাবলিক বাস এসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

পূর্ব ঘোষণা ছাড়াই টোল সংগ্রহ শুরু

 ঘটনার সূত্রপাত পরশু। জাতীয় সড়কের নির্ধারিত অংশের নির্মাণ সম্পূর্ণ না করে কোন পূর্ব ঘোষণা ছাড়াই রায়গঞ্জ লাগোয়া পানিশালা টোল‌প্লাজায় টোল সংগ্রহ শুরু করে দেওয়া হয়‌। গতকাল বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন  যে রকম অস্বাভাবিক হারে টোল সংগ্রহ করা হচ্ছে তাতে স্বল্প দূরত্বের যাত্রী পরিবহন প্রায় অসম্ভব  হয়ে পড়ছে। এর ফলে স্বল্প দূরত্বের যাত্রী পরিষেবা ব্যাহত হবে। তিনি আরো জানিয়েছিলেন যে এই ব্যাপারটি তারা গতকাল পানিশালা টোল প্লাজা আধিকারিককে জানাবেন। 

গতকাল এই সমস্ত দাবিদাওয়া নিয়ে তারা প্লাজা আধিকারিক এর সাথে দেখা করতে চান। সে সময়  আধিকারিক উপস্থিত উপস্থিত ছিলেন না।

আহত ৩

উত্তর দিনাজপুর  ট্রেকার ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক বিজয় ঘোষ জানিয়েছেন রে ঐ সময় টোল প্লাজার কর্মীরা তাদের ওপর চড়াও হন।অভিযোগএই হামলায় আহত হন‌ উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক সহ আরো দুই সদস্য। প্লাবনবাবুর পা ভেঙে যায়। তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়।

তিনি আরো জানান যে, দোষীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে যাত্রী পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেশ্ন বেসরকারি বাস ও ট্রেকার ওনার্স অ্যাসোসিয়েশনের মালিকরা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *