নিউজডেস্কঃ দক্ষিনী সিনেমার জয় জয়কার চলছে ভারতীয় দর্শকমহলে। রাজামৌলি পরিচালিত দক্ষিনী সিনেমা RRR এর ‘নাটু নাটু ‘ গান গত ২৪ শে জানুয়ারি পেয়েছে অস্কার নমিনেশন। যদিও তার আগেই সেই গানটি আন্তর্জাতিক সম্মান গোল্ডেন গ্লোব ও ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে । এবার আন্তর্জাতিক মহলের পর পদ্মশ্রী সম্মান পেতে চলেছে সিনেমার সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণি। ইতিমধ্যে টুইট করে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তেলেগু সংগীত পরিচালক এম এম কীরাবাণি।
সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণির পদ্মশ্রী পাবার খবর প্রকাশ হতেই আনন্দ প্রকাশ করেছে সিনেমার পরিচালক এস এস রাজামৌলি (S S Rajamouli). অন্যদিকে RRR একেরপর এক পুরস্কার প্রাপ্তিতে খুব স্বাভাবিক ভাবেই আনন্দীত কলাকুশলীরা।
এই সিনেমায় অভিনয় করেছেন রামচরন তেজ, আলিয়া ভাট, এনটি রামা রাও জুনিয়ার, অজয় দেবগন,আলিয়া ভাট। সিনেমার পরিচালক S S Rajamoli দেশের দুই জন স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সিতারামরাজু ও কমরাম ভীমকে নিয়ে তৈরি কাল্পনিক গল্প।যেখানে হায়দ্রাবাদের নিজাম ও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই সিনেমাটি ভারতের সবচেয়ে ব্যায় বহুল সিনেমা। যার মূল্য ৫৫০ কোটি টাকা।সিনেমাটি গোটা বিশ্বব্যাপি ১২০০ কোটি টাকা আয় করে।