নিউজডেস্কঃ নাগপদ এলাকার একটি স্কুলে নাবালিকা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠলো খোদ ঐ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রী ও তার পরিবারের অভিযোগের পরেই ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা রজু করে পুলিশ। গত সোমবার পুলিশের তরফ থেকে ঘটনার কথা জানানো হয়।

ছাত্রীর পরিবারের অভিযোগ পড়াশোনায় সহযোগিতার নামে প্রায়ই ঐ প্রধান শিক্ষক ডেকে পাঠাতো তাকে। নাবালিকা ছাত্রীকে একা পেয়ে নোংরা কথাবার্তা আকার ইঙ্গিত করতেন তিনি। এরমধ্যেই হঠাৎ স্কুল ছুটির পর ফাঁকা স্কুল পেয়ে ঐ ছাত্রীকে ধর্ষন(Rape) করে বলে জানান ছাত্রীর পরিবার। পরিবারের তরফে দাবি ঐদিন মেয়ে বাড়ি ফিরেই তার ওপর হওয়া নির্যাতনের কথা জানায়। তারপরেই পরিবার তরফে ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করাহয়। পকসো(POCSO) আইনে মামলা রুজু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক। ঘটনাটি মহারাষ্ট্রের ( Maharashtra) নাগপদ এলাকার ঘটনা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *