নিউজডেস্কঃ ‘দিদির দূত’ ঘিরে সর্বত্রই ঘটছে নানা ঘটনা। কখনো সেই দূতকে হেনস্তার স্বীকার হতে হচ্ছে তো কখনো দূতের সামনে অভিযোগ কারীকে শারীরিক হেনস্তা করা হচ্ছে। এবার ‘দিদির দূতদের’গ্রামে না ঢোকার ফতোয়া জারি হলো মালদা জেলার ইংরেজ বাজার এলাকার কাজিগ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকার ঘটনা। এলাকাবাসীরা বেহাল রাস্তার ঠিক করার দাবি এর আগে বারংবার জানিয়ে এসেছে। কিন্তু কর্নপাত করেনি পঞ্চায়েত অফিস বা জেলা প্রশাসন কেউ।
দিদির দূতদের এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা
এবার সেই বেহাল রাস্তা সারাই না হবার অভিযোগে পোস্টার দিলেন এলাকাবাসী ।পোস্টারে পরিস্কার করে লেখা, ”যতদিন রাস্তা সংস্কার না হবে, ততদিন ‘দিদির দূত’ ও নেতাদের গ্রামে ঢোকা নিষেধ”। রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগান তোলে গ্রামবাসীরা।
গ্রামবাসীদের বক্তব্য
গ্রামবাসীরা জানাচ্ছে, দীর্ঘ দিন থেকে স্থানীয় রাস্তা গুলো বেহাল অবস্থায় রয়েছে। চলাচল করাও অসম্ভব হয়ে পরে বর্ষা কালে। অসুস্থ রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলে কালঘাম ছোটে পরিবারের লোকেদের। স্থানীয় পঞ্চায়েত অফিসে বহুবার সমস্যার কথা জানানো হয়েছে। জেলাপ্রশাসনকেও জানানো হয়েছে। কিন্তু কেউ কর্নপাত করেনি। ভোট আসে ভোট যায়। নেতাদের আশ্বাস ফাঁকা থেকে যায়। তাই এবার রাস্তা সারাই না হলে নেতারা এমন কি দিদির দূতও এলাকায় ঢুকতে পারবে না বলে জানিয়েছে।
এই ঘটনার জন্য BJP দিকে আঙ্গুল তুলেছে শাসক দল
শাসকদল সমস্ত ঘটনার পেছনে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ করছে। অন্যদিকে অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পদ্ম শিবির।