নিউজডেস্কঃ দীর্ঘ দিন ধরে শ্রমিকদের মধ্যে বিভিন্ন কারনে অসন্তোষ তৈরি হচ্ছিল মালিক পক্ষের বিরুদ্ধে। শ্রমিকদের অভিযোগ ছিল মালিক পক্ষ দীর্ঘ দিন থেকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কর ছিল। বারংবার মালিক পক্ষকে তাদের দাবির কথা জানানো হলেও মালিকপক্ষ কর্নপাত করতে রাজি ছিল না।
PDS এর সামগ্রী
এই মন্ডল ব্রাদার্স গোলাতে রেশনের সামগ্রী লোড আনলোডের কাজ করে শ্রমিকরা। এখান থেকেই রেশনের খাদ্য সামগ্রী বিভিন্ন স্কুল, রেশনের দোকানে পাঠানো হয়। শ্রমিকদের দাবি, একদিকে যেমন মালিকপক্ষ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে ঠিক অন্য দিকে সামগ্রিক ওঠানো নামানোর কাজ অন্য জায়গাতেও করতে হয়। ফলে নিয়মিত কাজও থাকে না তাদের। ফলে মালিকপক্ষ তাদের ন্যায্য পাওনা না দিলে তাদের সমস্যা।
CITU নেতৃত্বে দাবি আদায়
আজ সকাল ৯ টার দিকে শ্রমিরা সিটুর নেতৃত্বে অবস্থান-বিক্ষোভে বসে গোলার সামনে। পরে সি আই টু নেতা তাপস দাস, বিকাশ দাস, কর্মরত শ্রমিক ও মালিকদের বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নিতে বাধ্য হয়। এরপরেই নিজেদের অবস্থান বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা।