নিউজডেস্কঃ আজ ভারতমায়ের বীর সন্তান সুভাষ চন্দ্র বোসের জন্মদিন পালিত হল গোটা দেশে। সকালে বিভিন্ন জায়গায় নেতাজীর মূর্তিতে, ছবিতে মাল্য দান করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানের। বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজে প্রতিবারের মতো এবারও সাড়ম্বরে পালিত হয় নেতাজীর জন্মদিন। অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান।
জন্মদিনেও নেতাজীকে নিয়ে রাজনৈতিক তর্জা
আজকের দিন আসলেই মনে হয় বিভিন্ন রাজনৈতিক দল উঠে পরে লাগে নেতাজী কতটা তাদের সেটা প্রমান করতে। আজ সকালেও বিজেপির তরফে দিলীপ ঘোষ ও পরে শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি বাদে দেশের প্রায় সকল সরকার নেতাজীকে সন্মান দেয়নি।বরং তার ব্যবহার করেছে।বিজেপি সরকার, মোদী জি নেতাজীকে যথাযোগ্য সন্মান দিয়েছে। এর পরে আসরে নেমে পরেন খোদ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবারের মতো এবারও দেশপ্রেম দিবস পালন CPIM এর
কেন্দ্র, রাজ্যে যখন নেতাজিকে নিয়ে বাগবিতণ্ডায় জরিয়ে তখন রাজ্যের বিভিন্ন স্থানে CPIM এর পূর্ব ঘোষণা মতো নেতাজীর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে পালনে ব্যস্ত ছিল দলের কর্মী সমর্থকরা। ইসলামপুর শহরে বাসটার্মিনার্সে অনুষ্ঠিত হয় সুভাষ চন্দ্র বোসের জন্মদিন। পতাকা উত্তোলন, ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে
বক্তব্য রাখেন, বিকাশ দাস,সুসেন বিশ্বাস, জহিরউদ্দিন, তাপস দাস। সভাপতিত্ব করেন আব্দুল করিম।