নিউজডেস্কঃ ইতি মধ্যেই শিক্ষক নিয়োগ দূর্নীতির (ssc scams) অভিযোগে গ্রেফতার হয়েছে তৃনমূল যুব ইউনিটের নেতা কুন্তল ঘোষ। এরপর থেকেই দফায় দফায় চলছে ইডির জিজ্ঞাসাবাদ। কুন্তল ঘোষের বাড়ি থেকে ইডি উদ্ধার করেছে জোড়া ডাইরি। সেগুলোতে সাংকেতিক ভাষায় লেখা সংগৃহীত টাকার পরিমান।

সাবধানী ইডি ( ED)

CBI হেফাজতে লালনের মৃত্যুর ঘটনার পর থেকে সাবধানী ইডি। প্রতি মুহূর্তে কুন্তল ঘোষকে রাখা হচ্ছে নজরদারিতে। এমন কি জিজ্ঞাসাবাদ করার সময় পুরো পক্রিকা চালানো হচ্ছে ভিডিও রেকর্ডিং।যাতে পরবর্তী সময় কুন্তল ঘোষ বলতে না পারেন তার ওপর অত্যাচার করেছে ইডি।

সাংকেতিক ভাষা উদ্ধার করার চেষ্টা করছে ED

যে জোরা ডাইরি উদ্ধার হয়েছে তৃনমুল নেতার বাড়ি থেকে তাতে সাংকেতিক ভাষা চাকরির জন্যে তোলা টাকার পরিমান সহ কাকে কত টাকা দেওয়া হয়েছে তা লেখা আছে। কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জেরা করে ইডি জানার চেষ্টা করলেও বারবার কথা ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন বলে খবর। আজও এই বিষয়ে কুন্তল ঘোষকে আবার জেরা করবে ইডির আধিকারিকরা এমন টাই খবর।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *