নিউজডেস্ক :
বৃহস্পতিবার SIR-এর শুনানিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক অফিস চত্বর ও সংলগ্ন এলাকা। বিক্ষোভ আন্দোলনের জেরে ব্লক অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকেও।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ প্রশাসন। অবশেষে অচলাবস্থা কাটিয়ে কড়া পুলিশি প্রহরার মধ্য দিয়ে ফের শুরু হয় SIR-এর শুনানির কাজ। বর্তমানে শান্তিপূর্ণভাবেই চলছে শুনানি। শুনানিতে ডাক পাওয়া ভোটারেরা ব্লক অফিসে উপস্থিত হচ্ছেন এবং তাঁদের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে।
তবে আগের দিনের ঘটনার জেরে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা আশঙ্কা ও উদ্বেগ এখনও রয়েছে। এই প্রসঙ্গে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন চাকুলিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম। তিনি জানিয়েছেন, শুনানি নিয়ে বাইরে থাকা ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। কীভাবে শুনানিতে অংশ নিতে হবে এবং কী করণীয়, তাও স্পষ্টভাবে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
বর্তমানে এলাকায় শান্তি বজায় রয়েছে এবং পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে নির্বিঘ্নে চলছে শুনানির কাজ।