
রবি আড্ডায় রীনা সাহা
মিঠে রোদ শীত
চুকে বুকে গেছে কবে
গরমে বর্ষা, বসন্তে শীত
ঋতু পাল্টায় ভুলভাল আজকাল।
সে পাল্টাক
তুই পাল্টাস না
যদি পাল্টাস
দূরেই থাকিস, সামনে আসিস না।
ইদানিং প্যানিক অ্যাটাক হয়
হুঁশ হারাই তোর সামনেই যদি
তুই কি তখন পক্ষীরাজে চেপে
পালিয়ে যাবি তেপান্তরের দিকে?