কী এই নীপা ভাইরাস, লক্ষণ কী কী—জেনে নিন বিস্তারিত
পশ্চিমবঙ্গে নীপা ভাইরাস( Nipah virus West Bengal) শনাক্ত হওয়ার খবরে স্বাস্থ্য মহলে চরম সতর্কতা জারি হয়েছে। রাজ্যে নীপা সংক্রমণের খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসন ও স্বাস্থ্য দফতর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানা গেছে।
কী এই নীপা ভাইরাস?
নীপা ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। মূলত ফলখেকো বাদুড় (Fruit Bat) এই ভাইরাসের প্রাকৃতিক বাহক। সংক্রমিত বাদুড়ের লালা, প্রস্রাব বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হতে পারে।
⚠️ নীপা ভাইরাসের লক্ষণ কী কী?
নীপা ভাইরাসের উপসর্গ সাধারণত সংক্রমণের ৫ থেকে ১৪ দিনের মধ্যে দেখা যায়। ( Nipah virus symptoms) লক্ষণগুলির মধ্যে রয়েছে—
১) হঠাৎ জ্বর
২) তীব্র মাথাব্যথা
৩)বমি, বমি ভাব
৪)শ্বাসকষ্ট
৫)ঘুম ঘুম ভাব বা মানসিক বিভ্রান্তি
৬)গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কে প্রদাহ (Encephalitis)
অবস্থার অবনতি হলে কোমা পর্যন্ত হতে পারে
🚨 কতটা বিপজ্জনক?
নীপা ভাইরাস অত্যন্ত মারাত্মক হতে পারে। এই ভাইরাসে মৃত্যুহার তুলনামূলকভাবে অনেক বেশি। এখনও পর্যন্ত এর কোনও নির্দিষ্ট টিকা বা ওষুধ নেই, ফলে দ্রুত শনাক্তকরণ ও সতর্কতাই একমাত্র উপায়।
🏥 কী বলছে স্বাস্থ্য দফতর?
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে—
জ্বর বা শ্বাসকষ্ট হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে
অকারণে আতঙ্কিত না হতে
ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে
অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে
প্রয়োজনে কনট্যাক্ট ট্রেসিং ও আইসোলেশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।