বিহার–বাংলা সীমান্তে চাঞ্চল্য!
বাংলায় কাজ করতে এসে অপহরণ ও মারধরের অভিযোগে আহত বিহারের শ্রমিক, হাসপাতালে ভর্তি
বিহার থেকে বাংলায় কাজ করতে এসে অপহরণ ও নির্মমভাবে আক্রান্ত হওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বিহার–বাংলা সীমান্ত এলাকায়। ঘটনায় আহত শ্রমিক বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে গত শনিবার উত্তরদিনাজপুর জেলার ইসলামপুর থানার বাংলা–বিহার সীমান্তবর্তী অলিগঞ্জ এলাকায়। অভিযোগ, বিহারের পাহাকাটা থানার ছত্তরগছ এলাকার বাসিন্দা বিরু মল্লিক সেফটি ট্যাঙ্কি পরিষ্কারের কাজ করতে অলিগঞ্জে আসেন। সেই সময় ইসলামপুর পৌরসভার হরিজন সমিতির সংগঠনের সম্পাদক বিজয় বাসফোর ও সভাপতি করন তাকে জোরপূর্বক অপহরণ করে ইসলামপুরের মেলার মাঠে নিয়ে গিয়ে মারধর করে এবং দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
পরবর্তীতে আক্রান্ত যুবকের বাবা বেইজু মল্লিক পুলিশের সহায়তায় ছেলেকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে হরিজন সমিতির সভাপতি ও সম্পাদক দাবি করেন—এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তাঁদের সংগঠনের সাফাই কর্মীরা বিহারে কাজ করতে গেলে আটকে রেখে মারধর ও টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তাঁরা বলেন, “আমরা কাউকে অপহরণ করিনি বা মারধর করিনি। তাকে অলিগঞ্জ থেকে এনে বাড়িতে বসিয়ে রাখি এবং তার বাবাকে জানাই—সামাজিকভাবে বসে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজ্যেই উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *