স্বামী বিবেকানন্দের জন্মদিনে ইসলামপুরে শ্রদ্ধার্ঘ্য, মূর্তিতে ও দলীয় কার্যালয়ে মাল্যদান
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সোমবার ইসলামপুরে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দিনটি পালন করা হয়। ইসলামপুর বাসটার্মিনাসে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ পৌরসভার একাধিক কাউন্সিলররা।
এই উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তারা স্বামী বিবেকানন্দের আদর্শ, মানবতা, দেশপ্রেম ও যুবসমাজের প্রতি তাঁর অনুপ্রেরণামূলক বার্তার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, স্বামী বিবেকানন্দের শিক্ষা আজও সমাজ গঠনে এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সমানভাবে প্রাসঙ্গিক।
এদিন শুধুমাত্র বাসটার্মিনাসেই নয়, ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়েও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থেকে তাঁর জীবন ও দর্শনকে স্মরণ করেন এবং সমাজসেবার মাধ্যমে তাঁর আদর্শ অনুসরণ করার অঙ্গীকার করেন।
সমগ্র অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ইসলামপুরে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *