
রবি আড্ডায় স্বর্ণা দাস
সম্ভাবনাময় প্রাবল্যের চাপে বোবা হয়ে যাচ্ছে সময়। জ্যোছনার অবাক ছলনায় মায়া জমছে মনে। প্রকৃতপ্রস্তাবে তোমাকে ছেড়ে যাবার সংযমে নিজেকে গুছিয়ে নিয়েছি, যেমন নেয় ভোরের চাঁদ, গত রাতের উত্তাপ মেখে ছড়িয়ে আছে নালিশ ; এসো, কালঅবধি তোমাকে ভেবেচিন্তে চাইছিলাম। আজ সব ভাবনার অনন্ত সমীরে প্রতিটি ফুলের তরল জমে গেছে, জমে গেছে রক্ত, মজ্জা আর কথার ব্যস্ততা। অতঃপর স্বপ্নের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে হাত পেতে আছি, এই তো সিদ্ধার্থ রঙের ছায়া অশ্রুত রাইকিশোরী আর পরমান্ন মেশানো সন্ধ্যের মুখে ওড়া উত্তরীয়