নিউজডেস্ক :
বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে ব্যাট হাতে ঝড় তুলে লিস্ট-এ ক্রিকেটে নিজের প্রথম শতরান করেছিলেন হার্দিক পাণ্ড্য। কিন্তু সেই একই দিনেই ভারতীয় ওয়ান ডে দল থেকে বাদ পড়েন তিনি। বিষয়টি ঘিরে শুরু হয় জল্পনা। তবে বিসিসিআই স্পষ্ট করেছে, এটি বাদ পড়া নয়, বরং ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, সদ্য চোট সারিয়ে ফেরা হার্দিক এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন। বিশেষ করে তাঁকে এখনও একদিনের ম্যাচে ১০ ওভার বল করার ছাড়পত্র দেয়নি বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ঝুঁকি না নিয়েই তাঁর ওয়ার্কলোড সামলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, শ্রেয়স আইয়ার নিউজ়িল্যান্ড সিরিজের দলে জায়গা পেলেও এখনও ফিটনেসের চূড়ান্ত ছাড়পত্র পাননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে চোটের কারণে খেলতে না পারা শুভমন গিল এই সিরিজে দলে ফিরেছেন এবং তাকেই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কে এল রাহুলের নেতৃত্বে সিরিজ জিতেছিল ভারত।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শুভমনের নেতৃত্বে দল নামায় স্পষ্ট, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপকে লক্ষ্য করেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে টিম ইন্ডিয়া। সেই সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং ফর্মও ছিল চোখে পড়ার মতো।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ওয়ান ডে দল

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহ ও যশস্বী জয়সওয়াল।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *