নিউজডেস্ক :
সরকারি মূল্যে ধান বিক্রি করতে এসে চরম হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাষিরা। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায়। এদিন চাষিরা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
চাষিদের অভিযোগ, গতকাল শক্তিসংঘ মহিলা দলের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছিল যে ধান কেনা হবে। সেই আশ্বাস পেয়ে একাধিক চাষি ভুটভুটিতে করে ধান নিয়ে শক্তিসংঘ মহিলা দলের কাছে আসেন। কিন্তু ধান নিয়ে পৌঁছানোর পর হঠাৎ করেই জানিয়ে দেওয়া হয় যে তারা আর ধান কিনবেন না।
চাষিদের আরও অভিযোগ, ধান আনা-নেওয়ার জন্য প্রতিটি ভুটভুটিতে প্রায় দুই হাজার টাকা ভাড়া গুনতে হয়েছে। এখন ধান না কিনলে সেই ভাড়ার টাকা কে দেবে—তা নিয়েই তৈরি হয়েছে চরম সমস্যার। এই পরিস্থিতিতে ধান ফেরত নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন চাষিরা এবং দাবি তোলেন, শক্তিসংঘ মহিলা দলকেই ধান কিনতে হবে।
এই দাবিকে সামনে রেখেই প্রায় আধ ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান চাষিরা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলে চাষিরা অবরোধ তুলে নেন।