নিউজডেস্ক :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের গৌরবময় শাসনকালকে সামনে রেখে সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই মঙ্গলবার ইসলামপুর শহরে অনুষ্ঠিত হলো ‘উন্নয়নের পাঁচালী’-র শুভ সূচনা।
এদিন ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে জাতীয় সড়ক হয়ে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের উদ্যোগে সাজানো দুটি টোটোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। টোটোগুলিতে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমূলক উদ্যোগ ও সাফল্যের বার্তা তুলে ধরা হয়, যা শহরের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।
মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপিপাল চৌধুরী, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুন, শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত পাল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
দলীয় পতাকা দেখিয়ে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন কানাইয়ালাল আগরওয়াল ও অন্যান্য নেতৃত্বরা। দলীয় নেতৃত্বদের বক্তব্য, রাজ্য সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।