
নিউজডেস্ক: ২০২৬-এর ভোট বৈতরণী পার হওয়ার লক্ষ্যে সরকারি উন্নয়নমূলক কর্মসূচিকে পাঁচালীর ছন্দে বেঁধে মাঠে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। ইসলামপুর টাউন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির, যেখানে উন্নয়ন এখন আর শুধু প্রকল্প নয়—একেবারে মুখস্থযোগ্য কাব্য।
এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগারওয়াল, ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন, মহিলা জেলা সভানেত্রী চৈতালি ঘোষ এবং যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণ। তাঁদের সঙ্গে ছিলেন মহিলা নেতৃত্ব ও কর্মীরা—যাঁরা খুব শিগগিরই পাড়ায় পাড়ায় ‘উন্নয়নের পাঁচালী’ পাঠে নামবেন।
প্রশিক্ষণ শিবিরে কর্মীদের শেখানো হয় কীভাবে রাস্তা, পানীয় জল, লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পকে ছন্দে ছন্দে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে, যাতে উন্নয়নের কথা শুধু বোঝানো নয়—গলা মিলিয়ে শোনানো যায়।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনে বাড়ি বাড়ি গিয়ে এই পাঁচালী পাঠ করা হবে, যাতে ভোটাররা উন্নয়নের হিসেব কষার আগেই ছন্দে মজে যান।
রাজনৈতিক মহলের একাংশের কটাক্ষ, “সমস্যার সমাধান না হোক, অন্তত কবিতা মুখস্থ হয়ে যাবে।” যদিও শাসক দলের দাবি, উন্নয়ন এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তা গদ্যে নয়, কাব্যেই মানায়।