
ইসলামপুর: স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা রবিবার যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইসলামপুর কৃষিভবনে অনুষ্ঠিত হয়। এই বিশেষ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিন সকালে ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ইসলামপুর কৃষি দপ্তর প্রাঙ্গণে এসে শেষ হয়। সংগঠনের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে শোভাযাত্রায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। কৃষি ও কৃষকের উন্নয়নের বার্তা তুলে ধরে ঐক্যবদ্ধভাবে শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের সদস্যরা।
কৃষি দপ্তর প্রাঙ্গণে পৌঁছে সংগঠনের নেতৃত্ব প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করেন। এরপর শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে পায়রা উড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রতীকীভাবে ৭৫টি বেলুন আকাশে ওড়ানো হয়, যা জেলার কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রগতির প্রতীক হিসেবে ধরা হয়।
সভায় সংগঠনের সম্পাদক গোপালচন্দ্র ঘোষ বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। তিনি উত্তর দিনাজপুর জেলার কৃষি উন্নয়নে সংগঠনের দীর্ঘদিনের ভূমিকা ও অবদানের বিস্তারিত তুলে ধরেন। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, কৃষকদের প্রশিক্ষণ, মাঠপর্যায়ে সহায়তা এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে সংগঠনের সদস্যদের নিরলস কাজের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও কৃষি উন্নয়নে সংগঠন সক্রিয় ভূমিকা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিন সংগঠনের পক্ষ থেকে জেলার কৃষি উন্নয়নে সংগঠনের বিভিন্ন কার্যকলাপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়। আধুনিক কৃষি পদ্ধতি, কৃষক সচেতনতা শিবির, প্রশিক্ষণ কর্মসূচি ও মাঠপর্যায়ের কাজের চিত্র উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সন্ধিপ্ত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অনির্বাণ লাহিড়ী সহ সংগঠনের অন্যান্য রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরেন এবং আগামী দিনে কৃষি ও কৃষকের স্বার্থে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।