নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া স্কুলের মাঠে আজ সাক্ষী থাকল এক অবিস্মরণীয় ধর্মীয় মুহূর্তের। রসাখোয়া কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক শ্রীশ্রী মহাযজ্ঞ ঘিরে ভোর থেকেই চারদিক সাজানো ছিল উৎসবের আলোয়, ভক্তির ঢেউয়ে।
যজ্ঞের সূচনা হয় এক মহিমান্বিত কলসি র্যালির মাধ্যমে, যা রসাখোয়া স্কুল ফিল্ড থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বিস্তৃত ছিল। মাথায় কলসি নিয়ে এক হাজার এক (১,০০১) মা-বোনের সারিবদ্ধ পদযাত্রা যেন সৃষ্টি করেছিল এক অপূর্ব আধ্যাত্মিক দৃশ্য—ভক্তি, শ্রদ্ধা ও নারীর শক্তির এক অনন্য প্রতীক।
এরপর শুরু হয় মূল হোম যজ্ঞ, যেখানে ১১ জন অভিজ্ঞ পণ্ডিত মন্ত্রোচ্চারণে চারদিককে পবিত্রতায় পূর্ণ করেন। ভক্তদের ভিড়ে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, আর শান্তি বজায় রাখতে প্রশাসনের কড়া নজরদারি অনুষ্ঠানটিকে করেছে আরও সুশৃঙ্খল।
স্থানীয় বাসিন্দাদের কথায়, “এই এলাকায় এমন মহাযজ্ঞ আগে কখনও হয়নি। আজকের দিনটা সত্যিই ঐতিহাসিক।”
বাজারের মা-বোন, যুবক-যুবতী, প্রবীণদের উপস্থিতিতে পরিবেশ ছিল একেবারে মেলার মতো—ভক্তিতে ভরা, আনন্দে সিক্ত।
মহাযজ্ঞে উপস্থিত ছিলেন ডালখোলার বিশিষ্ট ব্যক্তিত্ব সুভাষ গোস্বামী, কল্যাণ দেবনাথ এবং ভগীরথ, যাদের আগমন অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়।
আধ্যাত্মিকতার সুবাসে ভরে ওঠা এই দিনটি রসাখোয়া অঞ্চলের মানুষের মনে চিরজাগ্রত হয়ে থাকবে।