নিউজডেস্ক, ইসলামপুর:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনের নির্দেশে ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি একটি কর্মীসভা আয়োজন করে। ইসলামপুর বাসটার্মিনাসের হল ঘরে অনুষ্ঠিত হয় এই সভা।
সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশীদ, কংগ্রেসের মাইনোরিটি সেলের জেলা সভাপতি মহম্মদ মহসিনসহ ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি ও পদাধিকারীরা।
ব্লক সভাপতি হারুন রশীদ জানিয়েছেন, জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী এই কর্মসূচি নেওয়া হয়েছে। ইসলামপুর ব্লকের প্রতিটি অঞ্চলের সভাপতি উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, ব্লকের কয়েকটি অঞ্চলে এখনো বুথ সভাপতি গঠন বাকি রয়েছে — আগামী ৭ দিনের মধ্যে অঞ্চল সভাপতিদের সেই দায়িত্ব সম্পূর্ণ করতে হবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে প্রতিটি কর্মীকে মানুষের পাশে থাকার আহ্বান জানান ব্লক সভাপতি হারুন রশীদ।