নিউজডেস্ক :ইসলামপুর, উত্তর দিনাজপুর:

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে আত্মবিশ্বাস বাড়াতে এবং ভয়-ভীতি দূর করতে এক প্রশংসনীয় পদক্ষেপ নিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। সমিতির উদ্যোগে শুরু হয়েছে মক টেস্টের বিশেষ আয়োজন, যার প্রথম কেন্দ্র ইসলামপুরের ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুল

মহকুমা জুড়ে একযোগে চলছে এই মক টেস্ট, যাতে অংশ নিচ্ছে বহু স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে প্রবল উৎসাহ ও আত্মবিশ্বাসের জোয়ার।


পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসই মূল লক্ষ্য

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোন সম্পাদক জয়ন্ত দে বলেন,

“বিগত বছরগুলিতেও আমরা এই মক টেস্ট নিয়েছি। ছাত্রছাত্রীরা এতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। এবারের আয়োজনেও আমরা একইরকম ইতিবাচক ফলের আশা করছি।”

অন্যদিকে, ইসলামপুর মহকুমা সম্পাদক সঞ্জয় মানি জানান,

“এই মক টেস্টে যে নম্বর ছাত্রছাত্রীরা পায়, মূল মাধ্যমিক পরীক্ষাতেও প্রায় সেই রকমই ফলাফল দেখা যায়। ফলে এই পরীক্ষা শিক্ষার্থীদের বাস্তব প্রস্তুতি যাচাইয়ের এক চমৎকার সুযোগ।”


অনুপ্রেরণার বাতাবরণে ভরপুর স্কুল চত্বর

পরীক্ষার দিন সকাল থেকেই ক্ষুদিরাম পল্লী স্কুলে ভিড় জমেছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের। শিক্ষকরা বলেন,

“এই উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার চাপ অনেকটা হালকা হয়েছে। শিশুরা নিজেদের দক্ষতা যাচাই করতে পারছে।”

অনেকে মনে করছেন, এই মক টেস্ট শুধু পরীক্ষার প্রস্তুতি নয়, বরং শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস গড়ে তোলার এক শক্তিশালী অনুশীলন।

“প্রস্তুতির মঞ্চ থেকেই শুরু হয় সাফল্যের গল্প”
ইসলামপুর মহকুমা জুড়ে এই উদ্যোগ এখন অনুপ্রেরণার প্রতীক। শিক্ষক, অভিভাবকদের পাশে নিয়ে ছাত্রছাত্রী — সকলে মিলে বলছেন,

“এই মক টেস্টই আমাদের মাধ্যমিকের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলছে।”


By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *