নিউজডেস্ক, চোপড়া: বুধবার সন্ধ্যায় মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের নন্দকিশোরগছে অনুষ্ঠিত হলো চোপড়ার শতাব্দী প্রাচীন অষ্টমী দুর্গাপূজা, যা এ বছর ১৩৭তম বর্ষে পদার্পণ করল। এই ঐতিহ্যবাহী পুজোকে কেন্দ্র করে শ্রমিক মহল্লা-সহ গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।

উদ্যোক্তাদের মতে, এই অষ্টমী দুর্গাপূজার বিশেষত্ব হলো— এখানে চারদিন নয়, একদিনেই সম্পন্ন হয় পুজো। এছাড়া দেবী দুর্গার সঙ্গে শিব, নারায়ণ, গঙ্গা-সহ মোট ২৮ জন দেব-দেবীর পূজা হয়। প্রতি বছরের মতো এবারও এই পুজোকে ঘিরে বসেছে সুবিখ্যাত জোহরা মেলা

মেলা কমিটির সম্পাদক অজয় পাল জানিয়েছেন, “এই শতাব্দী প্রাচীন পুজো ও মেলাকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।” তিন দিন ধরে— বৃহস্পতি, শুক্র ও শনিবার— চলবে এই মেলা। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে পৌঁছে গেছেন মেলার মাঠে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *