ইসলামপুরে দুষ্কৃতীদের দৌরাত্ম্যে চরম আতঙ্কে সাধারণ মানুষ। প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও নেশা–আসক্ত যুবকদের তাণ্ডবে অশান্ত হয়ে উঠেছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা—নতুন পাড়া, স্টেট ফার্ম কলোনি ও বলঞ্চা। এসব ঘটনার জেরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল।

বৃহস্পতিবার তিনি প্রায় ২০ থেকে ৩০ জন মহিলা সহ ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন। প্রধান অসীমা পাল জানান, “পরপর পাঁচটি বাড়িতে চুরি হয়েছে। থানায় অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।”

তিনি আরও বলেন, “এলাকার বহু যুবক নেশায় আসক্ত হচ্ছে। নেশার ঘোরে তারা পথচারীদের হুমকি দিচ্ছে, ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে, এমনকি ছিনতাই করছে। প্রতিবাদ করলেই অকথ্য ভাষায় গালাগালি বা খুনের হুমকি দেওয়া হচ্ছে।”

এ অবস্থায় দ্রুত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রধান অসীমা পাল। তিনি সতর্ক করে বলেন, “যদি এই পরিস্থিতি বন্ধ না হয়, তাহলে বড়সড় কোনও অঘটন ঘটতে পারে।” এলাকাজুড়ে মহিলাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

চলছে পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং ইসলামপুরে শান্তি ফিরিয়ে আনবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *