ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার চাপড়া থানার ঘিন্নিগাঁও অঞ্চলের জানকিগছ গ্রাম থেকে গত শনিবার সকাল ৯টা থেকে নিখোঁজ মোহাম্মদ রফিক নামে এক ব্যক্তি। নিখোঁজ রফিকের পরিবারের সূত্রে জানা গেছে, ওই দিন সকাল পর্যন্ত তিনি বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিলেন, এরপর থেকে আর দেখা যায়নি।

পরিবারের দাবি, নিখোঁজ রফিক মানসিক ভারসাম্যহীন ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস মেলেনি। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেন শনিবার সন্ধ্যায়

রফিকের বয়স প্রায় ৬৫ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, নিখোঁজের সময় তাঁর পরনে ছিল সাদা গেঞ্জি ও লুঙ্গি। চার দিন কেটে গেলেও তাঁর সন্ধান না মেলায় চরম উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবার ও স্থানীয়রা অনুরোধ জানিয়েছেন — কেউ যদি মোহাম্মদ রফিককে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন:

📞 9382114714 / 8001116133

একটি শেয়ার হয়তো ফিরিয়ে দিতে পারে একজন নিখোঁজ মানুষকে তাঁর পরিবারের কাছে — তাই সংবাদটি ছড়িয়ে দিন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *