ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে বিজেপি-র প্রতিনিধি দলের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার চোপড়ার কালাগছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। ঘটনায় জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
বিজেপি নেতৃত্ব সূত্রে জানা যায়, সোমবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। অভিযোগ, নাগরাকাটা এলাকায় তাঁদের গাড়ির ওপর বিক্ষুব্ধ জনতা গুরুতর হামলা চালায়।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজেপি কর্মীরা চোপড়ায় অবরোধ কর্মসূচি গ্রহণ করেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম বর্মন, বিজেপি নেতা শংকর অধিকারী, সুবোধ সরকার সহ অন্যান্য নেতারা।
বিজেপির অভিযোগ, হামলাকারীরা ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হলেও পরে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয়, ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।