ওয়েবডেস্ক চোপড়া: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চোপড়া ব্লকের ঐতিহ্যবাহী জোহরা মেলা। অষ্টমী দুর্গাপূজাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের নন্দকিশোর গছ এলাকায়। এ বছর এই পূজা ও মেলার ১৩৭ তম বর্ষ। উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে পুজো, আর পরদিন ৯ অক্টোবর থেকে শুরু হবে মেলা, যা চলবে তিন দিন—বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার।
এই শতাব্দী প্রাচীন পুজোয় দেবী দুর্গার সঙ্গে শিব, নারায়ণ, গঙ্গা সহ ২৮ দেবদেবী পূজিত হন। প্রচলিত নিয়মে দুর্গাপুজো চার দিনব্যাপী হলেও এখানে একদিনেই পুজো সম্পন্ন হয়।
মেলা কমিটির সম্পাদক অজয় পাল জানান, প্রশাসনের অনুমতিতে তিন দিনব্যাপী এই মেলা চলবে। উদ্যোক্তাদের দাবি, এটি চোপড়া ব্লকের সবচেয়ে বড় মেলা। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পশরা নিয়ে মেলায় এসে পৌঁছেছেন।
নন্দকিশোর গছের স্থায়ী মন্দির প্রাঙ্গণেই পুজো হয়, আর মন্দিরের সামনের ফাঁকা মাঠে বসে মেলার দোকানপাট। এলাকার বয়স্করা জানান, পুজোর আগেই গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজনদের আগমন ঘটে, আর চারদিক জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। চা-বাগান অধ্যুষিত এই এলাকায় জোহরা মেলা ঘিরে শ্রমিক মহল্লাগুলোও উৎসবে মেতে ওঠে।