রবি আড্ডায় সাধন‌ দাস

বাড়ি ঘরে, ছাদে, পথের দু’ধারে ঠাসা ভিড়। 

উলু শঙ্খধ্বনিতে মাতাল শহর যেনো  

ঘোরে দুলছিলো। অসংখ্য পতাকা 

আকাশে বাতাসে উত্তাল। যখন   

আমি শহরে ঢুকেছিলাম

জয়ধ্বনিতে কালবৈশাখী ডেকে ওরা    

বসন্ত এনেছিলো পুষ্পবৃষ্টি-ঝঞ্ঝায়।  

যদি বলতাম, চেঁচামেচি চাই না,

চাঁদ এনে দাও। ওরা বলতো- আর কী চাই? 

সূর্য এনে দিতে যাদের জন্যে লাফ 

দিয়েছিলাম, দিতে পারিনি।    

বদলে কী পেলাম কীভাবে জানাই?   

একটা বছর কাটেনি!!  

ঘরদোর বন্ধ। কেউ নেই। ছাদ ফাঁকা।  

জানালায় দু’একজন পক্ষাঘাত রুগি।

পথের মাঝে জ্বলছে আমার কুশপুত্তলিকা 

শহর ছেড়ে যাচ্ছি আমি বন্দি অপরাধী। 

বৃষ্টির ভিতর হেঁটে চলেছি। 

দুই হাত পিছমোড়া করে বাঁধা।   

বিদায় জানাচ্ছে ওরা থুতু পাথর ছুঁড়ে।

কপাল ফেটেছে। সর্বাঙ্গে রক্ত কাদা।  

যাচ্ছি কর্মফলের পথ ধরে।  

এভাবেই আসি আমি এভাবেই যাই।

একটু পরেই ফাঁসির মঞ্চে আমার বলি।      

কী পেয়েছি, আর কী পাচ্ছি, কাকে বলি?

আবাহনে বিসর্জনে কি সমান সবাই!!  

কবিতাঃ দি প্যাট্রিয়ট

কবিঃ রবার্ট ব্রাউনিং

বিনির্মাণঃ সাধন দাস

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *