বাংলা সংবাদ প্রতিবেদন:
উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বেলন পঞ্চায়েতের লাহিল এলাকায় সমাধিস্থ মৃতদেহের মাথা উধাও হয়ে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাহিল গ্রামের বাসিন্দা ও স্থানীয় মন্দিরের পুরোহিত ব্রজেন্দ্র রায়ের প্রায় দশদিন আগে মৃত্যু হয়। হিন্দু রীতি অনুযায়ী তাঁকে গ্রামের কাছেই সমাধিস্থ করা হয়েছিল।
রবিবার ছিল তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। কিন্তু সকালে এলাকাবাসীরা দেখতে পান সমাধিস্থলের মাটি আলগা হয়ে রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় গ্রামে। ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার পুলিশ। তদন্তে জানা যায়, মৃত পুরোহিতের মাথা উধাও।
শুধু তাই নয়, শনিবার রাতেই মন্দির চত্বর এবং মন্দির সংলগ্ন একটি দোকান থেকে দুটি টিউবওয়েল উধাও হয়ে যাওয়ার ঘটনাও সামনে আসে। ধারাবাহিক এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসী