নিউজডেস্ক: রসাখোয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভোপলা গ্রামের বাসিন্দারা আজ সকালে রাস্তা ও হাইড্রেনের বেহাল দশার প্রতিবাদে আন্দোলন শুরু করে। গ্রামবাসীগণ অভিযোগ করেন যে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ, যার কারণে তাদের নিত্যদিন চলাচলে ব্যাপক সমস্যা হয়।
বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, তারা এই রাস্তা ও ড্রেনের সমস্যার কথা বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং প্রধানকে জানিয়েছেন কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। গ্রামের একজন বাসিন্দা, আব্দুল কালাম বলেন, “এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। এটিই রসাখোয়া যাওয়ার একমাত্র রাস্তা। এর খারাপ অবস্থার জন্য প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বড় সমস্যা হলো, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও গ্রামে আসতে পারে না।” শেখ সফিকুল এবং বাজাউল হক নামে আরও দুই স্থানীয় বাসিন্দা একই অভিযোগ তুলে ধরেন।
এদিন আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল অবিলম্বে রাস্তাটির সংস্কার করতে হবে এবং একটি সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা তৈরি করতে হবে। স্থানীয় পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলন সাময়িক ভাবে বন্ধ রাখেন গ্রামবাসীরা। আন্দোলনকারীরা এ দিন প্রশাসনকে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *