রায়গঞ্জ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ : রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আই. সি.সি ও হেলথ ক্লাবের যৌথ উদ্যোগে সোমবার মিলনায়তনে একদিনের একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল “নিরাপদ ক্যাম্পাস পরিবেশ ও নারী শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা” এবং পাশাপাশি পালিত হয় জাতীয় পুষ্টি দিবস, ২০২৫।

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এরপর শিক্ষাবিজ্ঞান বিভাগের ছাত্রী স্নিগ্ধা মণ্ডলের সুমধুর কণ্ঠে পরিবেশিত উদ্বোধনী সংগীত অনুষ্ঠানে এক অনন্য আবহ সৃষ্টি করে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায়, আইকিউএসি কোওর্ডিনেটর ড. নিলিমা মোক্তান, আই.সি.সি. কমিটির আহ্বায়িকা ড. কমলা ভট্টাচার্য, হেলথ ক্লাবের আহ্বায়িকা শ্রীমতি চোডেন ইয়োলমো, সুদর্শনপুর বিদ্যাচক্র-র শিক্ষক ও মূল বক্তা শ্রী প্রশান্ত মণ্ডল এবং স্টুডেন্টস হেলথ হোম-র আঞ্চলিক সম্পাদক শ্রী সমরেন্দ্রনাথ রাহা।

ড. কমলা ভট্টাচার্যের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে আলোচনার পরিসর শুরু হয়। তিনি আন্তঃঅভিযোগ কমিটির কার্যক্রম ও নিত্যদিনের অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরেন। এরপর অধ্যক্ষ ড. চন্দন রায় তাঁর প্রাণবন্ত বক্তৃতায় ‘লিঙ্গ ও জেন্ডার’-এর পার্থক্য সুস্পষ্ট করেন এবং দৈনন্দিন জীবনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা ও নারীজীবন এ পুষ্টি র তাৎপর্য ব্যখ্যা করেন। ড. নিলিমা মকতান সংক্ষেপে আচরণবিধি ব্যাখ্যা করেন এবং খাদ্য, মানসিক অবস্থা ও শিক্ষার পারস্পরিক সম্পর্কের কথা তুলে ধরেন।

মূল বক্তা প্রশান্ত মণ্ডল সমসাময়িক জীবনে সুষম আহারের তাৎপর্য, খাদ্যাভ্যাসের করণীয় ও বর্জনীয় বিষয়গুলি সহজভাবে তুলে ধরেন। পুষ্টি সম্পর্কিত এই বক্তব্য শ্রোতাদের বিশেষভাবে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। শিক্ষা বিভাগের ছাত্র নিত্যানন্দ রায় ধন্যবাদজ্ঞাপন করেন। পুরো অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শ্রী উজ্জ্বল ভট্টাচার্য।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *