নিউজডেস্ক: নবনির্বাচিত ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেনকে সংবর্ধনা জানাল তৃণমূলের কমলাগাঁও সুজালি অঞ্চল কমিটি। শনিবার বিকেলে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন, তৃণমূলের ইসলামপুর ব্লক কমিটির সহ-সভাপতি কামাল উদ্দিন এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লতিফুল রহমান-সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার জানান, দলের যে সকল কর্মী-সমর্থক ইসলামপুরে গিয়ে নবনির্বাচিত ব্লক সভাপতিকে সংবর্ধনা জানাতে পারেননি, তাদের জন্যই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে শুধু জাকির হোসেন নন, নবনির্বাচিত মহিলা ব্লক সভাপতি তনিমা দাস এবং যুব সভাপতি নুরুল আজম ও আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি আতাউর রহমানকেও সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে তৃণমূলের ইসলামপুর ব্লক কমিটির সহ-সভাপতি কামাল উদ্দিন জানান, এই সংবর্ধনা মঞ্চে ৬ জন গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের শিবিরে যোগদান করেছেন।