হরিয়ানায় নির্মম নির্যাতনের শিকার ইসলামপুরের পরিযায়ী শ্রমিকের পাশে ইসলামপুর ব্লক কংগ্রেস।
ইসলামপুর ব্লকের বিজুভিটা গ্রামের পরিযায়ী শ্রমিক সাব্বির হোসেনের পাশে দাঁড়ালেন ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। শুক্রবার তিনি হরিয়ানার পানিপথে মারধরে পা ভাঙা সাব্বিরের বাড়িতে গিয়ে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, কংগ্রেস নেতা মেহেফুজ আলমসহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
উল্লেখ্য, প্রায় তিন মাস আগে স্ত্রীকে নিয়ে হরিয়ানার পানিপথে কাজে গিয়েছিলেন সাব্বির। সেখানে একটি কারখানায় কাজ করার সময় গত ২৪ জুলাই দুপুরে স্থানীয় পুলিশ তাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ। সাব্বিরের দাবি, সমস্ত ব্যক্তিগত নথি দেখানোর পরও তার মায়ের কাগজপত্র চাইতে থাকে পুলিশ। ইসলামপুর থেকে মোবাইলের মাধ্যমে মায়ের সমস্ত নথি পাঠানোর পরও তাকে জোর করে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টা চালায়।
অভিযোগ, তিনি রাজি না হওয়ায় শুরু হয় বেধড়ক মারধর। যার ফলে তার দুই পা ভেঙে যায়। তিন দিন পর মুক্তি দেওয়া হয় তাকে। পরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসেন সাব্বির। ঘটনার নিন্দা জানিয়ে রাজ্য সরকারের কাছে বিচার দাবি করেছেন ভুক্তভোগী শ্রমিক ও তার পরিবার। একইসঙ্গে ব্লক কংগ্রেস সভাপতি হারুনুর রশিদও ন্যায়বিচারের দাবিতে সরব হন।
