বেহাল অবস্থা রাস্তার। বহুবার আবেদন জানিয়েও কাজ না হওয়ায় বুধবার পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ২ ব্লকের নিজামপুর ১ পঞ্চায়েত দফতরে। অভিযোগ , এই পঞ্চায়েতের বিলপাড়া এলাকার রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘ ৫বছর ধরে বেহাল। ফলে রাস্তা দিয়ে চলাফেলা করা দুষ্কর হয়ে পড়ছে। বর্ষাকালে দুর্ভোগ আরো বেশি। বেহাল রাস্তার কারণে প্রায়শই ঘটছে দূর্ঘটনা। রাস্তা সংস্কারের জন্য বহুবার পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও, নানা টালবাহানা করে রাস্তা সংস্কারে উদ্যোগ নিচ্ছেন না পঞ্চায়েত প্রধান। এই ঘটনায় রাস্তা সংস্কারের দাবীতে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসিরা।
অন্যদিকে এদিন এলাকাবাসীদের বিক্ষোভের জেরে পঞ্চায়েতের ভেতরে আটকে পড়েন কর্মচারিরা। এলাকাবাসীর এই বিক্ষোভের পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা।
অপরদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ। যদিও পরে প্রধানের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা।