ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) ইসলামপুর শহর আঞ্চলিক পরিষদের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার। মুখ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি , মহিলা নেত্রী স্বপ্না মুখার্জি এবং সিপিআই এর প্রাক্তন জেলা সম্পাদক সমর ভৌমিক এবং সিপিআইর জেলা নেতা সুসেন বিশ্বাস এবং অন্যান্যরা। নতুন ১১ জনের কমিটি গঠন করা হয়েছে । পুনরায় সম্পাদক হিসেবে পবন যাদব নির্বাচিত হয়ে । এদিন প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জি ও অন্যান্যরা বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *