জমি বিবাদেকে কেন্দ্র করে নিজের বৃদ্ধ মা কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ওই বৃদ্ধার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সাটিয়ারা এলাকায়। মৃত ওই বৃদ্ধার নাম ইস্তা খাতুন। বয়স আনুমানিক (৭০)।
উল্লেখ্য গত বৃহস্পতিবার পারিবারিক জমি নিয়ে বিবাদ বাদে। সেই বিবাদ চরম আকার নেই। অভিযোগ ওই বৃদ্ধার বড় ছেলে শহিদুল রহমান সহ আরও দুই মিলে বাঁশ দিয়ে নিজের মাকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয় বৃদ্ধ মা। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এরপর ওই বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিহারের পূর্ণিয়া নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে একটি নার্সিং হোমে দুই দিন চিকিৎসা থাকার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার কর্তব্যরত চিকিৎসক রেফার করে দেয়। এরপর পরিবারের লোকজন সেখানে থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়া পথে রাতে রাস্তায় মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
অন্যদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।