সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালকের।শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার ঝাপড়টোল রাজ্যসড়কে।স্থানীয় সূত্রে জানা গেছে,১৫ বছরের বালক হারুন রশিদ এদিন রাস্তার ধারে দাড়িয়ে একজন বাইকচালকের সাথে কথা বলছিল ।আচমকাই একটি ভুটভুটি বাইকটিকে ধাক্কা মারে।পথচলতি মানুষেরা তাকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন।কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এই দুর্ঘটনা ঘটিয়ে ভুটভুটি চালক ভুটভুটি রেখে পালিয়ে যায়।করনদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে।