গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ ধৃত এক পাচারকারী। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া ধর্মপুর গ্রামীন সড়কে হাসকুন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়ালপোখর থানার পুলিশ। ধৃতের নাম আরাজুল হক। বাড়ি করণদীঘি থানার মাদারগাছির অরবিন্দ কলোনী এলাকায়। এদিন এলাকায় বাইক নিয়ে ঘোরাঘুরি করার সময় তাকে পাকড়াও করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৩০৬ গ্রাম ব্রাউন সুগার। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ও বাইক। এই ব্রাউন সুগার সে কোথায় নিয়ে যাচ্ছিলো তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হবে।