নিউজডেস্কঃ বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে তেরা বাঁকা কথা যখন হামেশাই ছুটে আসে তখন শুভম পৌলমি দের মতো অসংখ্য নাম উঠে দাঁড়িয়ে বলে তোমরা খুব সহজেই সব কিছুর সরলীকরণ করন করে ফেলছো নয়তো!! হ্যাঁ, শুভমরা চেনা ছন্দের বাইরে পথ চলে।

বাবার চিকিৎসার জন্য রাস্তায় দাঁড়িয়ে গান

বেহালার ঠাকুর পুকুরের বাসিন্দা শুভম। সে সেন্ট জেভিয়ার্স কলেজের বি কমের তৃতীয় বর্ষের ছাত্র। পার্ক স্ট্রিটের রাস্তা দাড়িয়ে গান করছে। সামনে একটা সাদা বক্স। পাশে রেলিংএ লাগনো হাতে লেখা একটা পোস্টার। বাবাকে সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতে হয়। সামর্থ্য মতো সাহায্য করুন। পথ চলতি মানুষ দাড়িয়ে তার গান শুনছে। সামর্থ্য মতো সাহায্য সেই বক্সেও দিচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ভিডিও

এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়া বহু মানুষের জীবনে ভরসার প্রাণকেন্দ্র হয়ে দাড়িয়ে ছিল। পৌলমির কথা আমরা কেউ ভুলিনি। শুভমের রাস্তায় দাড়িয়ে বাবার চিকিৎসার জন্য গান করে অর্থ সংগ্রহের চেষ্টাও এড়িয়ে যায়নি সোশ্যাল মিডিয়ার পর্দা। শুভমের ভিডিও ছবি ভাইরাল হতেই মানুষ এগিয়ে আসছে সাহায্যের হাত নিয়ে। শুভমও বলছে গত ছয়মাস থেকে রাস্তায় দাড়িয়ে গান করে বাবার চিকিৎসার পাশাপাশি সংসার খরচ সামলানোর পাশাপাশি পড়াশোনার ফিস তোলারও চেষ্টা করছি। অনেকেই এগিয়ে এসে বিভিন্ন পোগ্রাম করার সুযোগ দিচ্ছে। বাবার চিকিৎসাও করছি।

শুভমের এই চেস্টাকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। সে এই লড়াইয়ে জয়ী হোক প্রার্থনা করছেন সকলেই। ভালো থেকো শুভম তোমরা। তোমাদের মতো আরো বাকিরাও।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

One thought on “For father’s dialysis. বাবার চিকিৎসার খরচ তুলতে গিটার হাতে রাস্তায় গান সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র শুভমের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *