স্থানীয় জনপ্রতিনিধিদের না জানিয়ে ইসলামপুর পঞ্চায়েতের দুই নম্বর সংসদ সোলার চালিত পাণীয় জলের কল বসানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধানের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকার পঞ্চায়েত সসদস্য। প্রধানের স্বামীর দাবি আলোচনা করেই স্কুলের মাঠে এই নলকূপ বসানোর কাজ শুরু হয়েছে।উন্নয়নকে বাধা দিতেই বিরোধীদের এই চক্রান্ত বলে তিনি অভিযোগ করেছেন।
উল্লেখ্য, ইসলামপুর ষ্টেট ফার্ম কলোণীর বেসিক জুনিয়র স্কুল মাঠে সোলার চালিত পাণীয় জলের নলকূপ বসানোর কাজ শুরু করেছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বিজেপি সদস্য সাধন দাস।তার অভিযোগ তার সংসদ এবং স্কুল মাঠে সরকারিভাবে নলকূপ বসানো হলেও এব্যপারে তাকে অন্ধকারেই রাখা হয়েছে। ঠিকাদারি সংস্থাকে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনিও সদুত্তর দেন নি। বাধ্য হয়েই তিনি প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অভিজিৎ পাল সদস্যের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।তার অভিযোগ উন্নয়নে বাধা দিতে সদস্যের এধরণের পদক্ষেপ। নিয়ম মেনে উন্নয়ন করা হচ্ছে।
