Aadam’s Scholar Academy এর ছাত্রী আফরিন বানু ২০২৫ সালের CBSE দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় চোপড়া ব্লকে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। আফরিনের প্রাপ্ত নম্বর ৪৭০, যা শতকরা হিসেবে ৯৪%। বুধবার অ্যাডামস স্কলার অ্যাকাডেমির পক্ষ থেকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় মোট ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। অন্যান্য শিক্ষার্থীদের ফলাফলও অত্যন্ত সন্তোষজনক। মহসিন রেজা কামাল ৯২.৪%, সুপ্রভা বিশ্বাস ৯১% এবং মিনহাজ রেজা ৮৬% নম্বর পেয়েছে। এছাড়াও, পরীক্ষায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীরাও প্রায় সকলেই ৭০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে। এই উজ্জ্বল ফলাফলে অ্যাডামস স্কলার একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং সমগ্র অ্যাডামস পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে সকল কৃতী ছাত্রছাত্রীকে অভিনন্দন জানানো হয়েছে এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়েছে। এই সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।