ব্রিগেড সমাবেশ ও আগামী ২০মে সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে ইসলামপুর শহরে মহামিছিল করে সিপিআই এম। শুক্রবার ইসলামপুর বাসটার্মিনার্স থেকে শুরু হয় ওই মিছিল। এরপর ওই মিছিল শহর পরিক্রমা করে বাস টার্মিনার্স শেষ হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন সিটু নেতৃত্ব বিকাশ দাস, রঘুপতি মুখার্জি , তাপস দাস,সি আই টি ইউ এর উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক স্বপন গুহ নিয়োগী, যুব নেতা গৌতম বর্মন । নেতারা জানান, এদিনের মিছিল থেকে ইসলামপুরে একটি পৃথক কলেজ স্থাপন , স্টেডিয়ামে নিয়মিত খেলাধূলা চালু, ইসলামপুর শহরে নিকাশি ব্যবস্থা সুগম করার ডাক দেওয়া হয়। এছাড়া বর্তমান সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কারণে শ্রমিক তার ন্যায্যমজুরি পাচ্ছে না। কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। বস্তিবাসী মানুষের জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং বেকারত্ব বাড়ছে মূল্যবৃদ্ধি ভয়ংকর আকার ধারণ করেছে। ঠিক এরকম অবস্থায় শ্রমিক কৃষক বস্তিবাসী ও খেত মজুর অংশের মানুষকে নিয়ে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায় এবং ২০ মে সাধারণ ধর্মঘট পালিত হবে সারা দেশ জুড়ে। এই ব্রিগেড সমাবেশ ও সাধারণ ধর্মকে সফল করবার জন্যই আজকের মহামিছিল বলে দাবি করেন সিপিআই এম ইসলামপুর ১ নং এরিয়া কমিটির সম্পাদক আব্দুল করিম।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *