শনিবার চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায় আসামি ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তির একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ ওই এলাকায় পৌছায়। চলে ধরপাকড়।
জানা গিয়েছে মজিবুর রহমান নামে এক অভিযুক্তকে পুলিশি ধরতে গিয়েছিল। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় গ্রামবাসীরা বাধা দেওয়ায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।