২৮ ফেব্রুয়ারি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘মাতৃভাষার সংকট ও সম্ভাবনা’ নিয়ে বিশেষ আলোচনাচক্র। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের সহযোগী অধ্যাপক ড. দেবাশিস ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন মহাবিদ্যায়ের অধ্যক্ষ ড. চন্দন রায়, মহাবিদ্যালয়ের প্রশাসক কিংশুক মাইতি ও মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ ড. চন্দন রায়ের কথায় ভাষার ব্যবহারিক প্রক্রিয়া যেমন উঠে আসে তেমনি ভাষার অর্থনৈতিক দিকের কথা স্মরণ করিয়ে দেন। বাংলা ভাষার বিবিধ সংকট নিয়ে আলোচনা করেন অধ্যাপক দেবাশিস ভৌমিক। ভাষা আন্দোলন থেকে ভাষা মাধ্যম, বাঙালির দায়বদ্ধতা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বাংলা ভাষায় তাৎপর্য নিয়ে আলোচনা করেন কিংশুক মাইতি, ড. অভিনন্দন দাস, ড. সুজয় ঘোষ, ড. পুরুষোত্তম সিংহ, আবদুল কাদির। দ্বিতীয় পর্বে ছিল ছাত্রছাত্রীদের বাংলা ভাষা নিয়ে গান ও নৃত্য। অংশগ্রহণ করেন প্রিয়াঙ্কা দেবশর্মা, স্নিগ্ধা মণ্ডল, বর্ষা মোদক। বাংলা ভাষা আন্দোলন ও বাংলা ভাষার তাৎপর্য নিয়ে বিবিধ গান পরিবেশন করেন বাংলা বিভাগের শিক্ষিকা ড. মৌমিতা দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষিক ড. পুরুষোত্তম সিংহ।