মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের নন্দঝার আদিবাসী তফশিলি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে চার পড়ুয়ারা পরীক্ষা বাতিল করল মধ্য শিক্ষা পর্ষদ। অভিযোগ স্কুলের পেছন থেকে মোবাইল সংগ্রহ করে ওই চার পরীক্ষার্থী। ওই চার পরীক্ষার্থীর কাছ থেকে প্রায় দেড়টা নাগাদ মোবাইল উদ্ধার করা হয়েছে। সেই মোবাইল থেকে প্রশ্নপত্র তুলে গৃহশিক্ষকের পাঠিয়ে দেওয়া হয় এবং উত্তরপত্র ও পাওয়া যায় মোবাইলে। স্কুলের শিক্ষকরা ধরে ফেলার পর বিষয়টি সামনে আসে। এই ঘটনায় চারজন পড়ুয়ার পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। স্কুল কতৃপক্ষের তরফ থেকে গোয়ালপোখর থানায় অভিযোগ করা হয়েছে।