আগামী ১০ এবং ১১ই ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার কামারগছ মাজার শরীফের ২৪ তম ওরস মোবারক অনুষ্ঠিত হতে চলেছে। প্রতি বছরের ন্যায় এই বছরেও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে চলেছে কামারগজ মাজার শরীফের চব্বিশতম ওরস মোবারক। এই ওরস মোবারক সুস্থ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে আজ জলসা কমিটি এবং কামারগঞ্জ মাজার শরীফ এলাকার সাধারণ মানুষদের নিয়ে একটি প্রস্তুতি এবং প্রচার সভা অনুষ্ঠিত করা হয় কামারগঞ্জ মাজার প্রাঙ্গনে । এই প্রচার এবং প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পীরে তরিকত ফায়াজুল হাসান ( কিশোরগঞ্জ ) , বিশিষ্ট সমাজসেবক কামাল উদ্দিন, আব্দুস সাত্তার, খোরশেদ আলী, জলসা কমিটির সেক্রেটারি আলতাফ হোসেন সহ কামারগঞ্জ এলাকার সাধারণ মানুষ। মূলত ১০ ও ১১ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ওরস। যেখানে হাজার হাজার মানুষের সমাগম হবে। দূর দূরান্ত থেকে যে সমস্ত অতিথি আসবেন তাদের যাতে কোনরকম অসুবিধা না হয় এবং শান্তিপূর্ণভাবে ২৪ তম উরস মোবারক অনুষ্ঠিত হয় তা নিয়েই আজকের এই প্রস্তুতি সভায় আলোচনা করা হয় বলে জানান প্রস্তুতি সবাই উপস্থিত সদস্যরা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *